ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শুভেচ্ছা বার্তা

ডেস্ক রিপোর্ট:
মার্চ ৮, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ । ১১১ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী বিশ্বের সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “নারীরা শুধু একটি পরিবার বা সমাজের নয়, বরং সমগ্র জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

তিনি আরও উল্লেখ করেন যে, নারীর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থানে সমান সুযোগ প্রদান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সবসময় নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষার জন্য কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারী দিবসের এই বিশেষ দিনে তিনি সকল নারীকে অভিনন্দন জানিয়ে বলেন, “সত্যিকারের সমতা তখনই অর্জিত হবে, যখন সমাজের প্রতিটি স্তরে নারীরা সমান সুযোগ ও মর্যাদা পাবে।”