স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর শ্রীপুর গোসিংগা ইউনিয়ন এর খোজেখানী গ্রামের মো: সাখাওয়াত, পিতা- বোরহান উদ্দিন,এর নববধূ মোছাঃ মরিয়ম (২৫), পিতা- ইদ্রিস মোড়ল, দড়িখোজেখানী সে ৬০০০০ টাকা মূল্যের স্বর্ণ অলংকার এবং নগদ ১ লক্ষ ২০ হাজার নিয়ে পালিয়ে যায়। সাখাওয়াত জানায় আমি পেশায় একজন আনসার সদস্য। বিগত ১৯/০১/২৫ ইং তারিখ আমি ইসলামিক শরিয়ত মোতাবেক ও রেজি: কাবিন মূলে মরিয়মকে বিবাহ করি। বিয়ের কিছু দিন পর থেকে আমার সাথে কারনে অকারনে ঝগড়া ফ্যাসাদ শুরু করে। প্রতিনিয়তই যার পরিমাণ বাড়তে থাকে।
সাখাওয়াত আরো বলেন চাকরিতে থাকা অবস্থায় আমি মরিয়মকে ফোন দিলে ফোনে পাইনা। কিছু দিন পরে জানতে পারলাম সে মোবাইল ফোনে অন্য কোন পুরুষের সাথে কথা বলে, তাকে সাবধান করাই সে আমার সাথে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। আমি প্রতিবাদ করলে সে হাতের কাছে যা পাই তা দিয়ে আমাকে মারতে আসে। মরিয়ম বলে তোকে আমি পছন্দ করি না, স্বামী হিসেবে মানি না, আমি অন্য একজন ছেলের সাথে রাগ করে তোর কাছে বিয়েবসছি। আমি তোর সংসার করবো না।
এই সব বিষয়ে জানতে চাইলে সাখাওয়াতের মা বলেন,
আমার ছেলে ও ছেলের বউ মরিয়ম বিয়ের পরে সিলেটে হানিমোন করে আসে। আমার ছেলে তারপর বউ এর কাছে জানতে চাই কেন তাকে ফোনে পাওয়া যায় না, আমার ছেলে বলে অন্য সবাই কল করলে তোমার ফোনে কল আসে আমি কল করলে কেন আসে না। এই কথার পরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মরিয়ম রেগে গিয়ে বলে আমি তোর সংসার করবো না আমি চলে যাব, তোর নামে মামলা করব, জেলের ভাত খাওয়াবো ইত্যাদি বলে হুমকি দেয়। ২৩/০২/২০২৫ তারিখ সকাল আনুমানিক সকাল ৮:৩০ মিনিটের দিকে আমাদের বাড়ি থেকে চলে যায়।
সাখাওয়াত জানাই মরিয়ম চলে যাওয়ার পরে অনেক চেষ্টা করেছি তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।
আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তার আমার সাথে বিয়ে হবার আগে আরও চারটা বিয়ে হয়েছিল এবং তাদের কাছ থেকে একইভাবে স্বর্ণ অলংকার আর নগদ টাকা পয়সা নিয়ে চলে আসছে। তার বিরুদ্ধে আমি ২৫/০৩২৫ থানায় অভিযোগ দায়ের এবং ১২/০৩/২৫ আদালতের মাধ্যমে উকিল নোটিশ করি।
এই বিষয়ে মরিয়মের বাবা ইদ্রিস মোড়ল জানান সাখাওয়াত আমার মেয়েকে মুখে তালাক দিয়ে দিছে, এরপরে তাদের বাড়িতে এলাকার গণ্যমান্য ১০-১২ জন বসে বিষয়টা মীমাংসার চেষ্টা করে। কিন্তু কোন সুরাহা না করতে পারায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আমার মেয়ে আমার বাসায় চলে আসে এবং সকলের সামনে খালি হাতে চলে আসে। সে স্বর্ণালংকার বা কোন টাকা পয়সা আনিনি। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা।