রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ’২৫) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে কারী মিনহাজুর রহমানের কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান।
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা ডিএমপির অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, আফাজ উদ্দিন আফাজ, সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সভাপতি, ডাক্তার মইন উদ্দিন আহমেদসহ এলাকা ও সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মোঃ সাইফুল্লাহ সৃজন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোগল ভূঁইয়া, নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সী, সহ-নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রাজা, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আশরাফুল ইকবাল ভূঁইঞা সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, সেরা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়া (সুমন), শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন মালদার, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, এছাড়াও নির্বাহী সদস্য মাহবুবুর রহমান, নাসরিন আক্তার, তানভীর হাসান লস্কর (বনী) সহ ওয়েলফেয়ার সোসাইটির বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান বলেন, আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্য ধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রজমানকে কেন্দ্র করে আমাদের পারস্পারিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।
স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,একরাশ আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে, ইবাদত ও পুণ্যের ভরা মৌসুম মাহে রমজান। রমজানের আগমন-আনন্দে আমরা সবাই উদ্বেলিত ও উৎফুল্ল। এই মাসে সত্যনিষ্ঠ আবেগ ও মানবতাবোধ জেগে ওঠে মনের গভীরে।
তিনি সেক্টরবাসীর উদ্দেশ্যে আরো বলেন,সম্পূর্ণ সেক্টরকে নিরাপত্তার বলয়ে নিয়ে আসার জন্য আমরা সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম উদ্বোধন করেছি। এছাড়াও সোসাইটির উদ্যোগে অন্য বছরের ন্যায় এবারও সকাল ৭ টায় এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তরা ১১ নং সেক্টর বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি শামসুদ্দোহা।