বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র হত্যা মামলার আসামি আহসান হাবিবকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
জানা যায়, আহসানের পিতার নাম দবির উদ্দিন ও মাতার নাম হালিমা বেগম। ২৪ মার্চ সোমবার দিবাগত রাত আনুমানিক ১০. ২০ মিনিটের দিকে তাকে উত্তরা ৭ নং সেক্টর ১৮ নং রোডের ৪৯ নং বাসা থেকে ছাত্র-জনতার সহায়তায় উত্তরা পশ্চিম থানার পুলিশ জুলাই-২৪ এ ছাত্র হত্যা মামলার পলাতক এ আসামিকে গ্রেফতার করেন।
জানা যায়, গত ১১ই ডিসেম্বর মোছাঃ ফরিদা পিতা আজমত আলী বাদী হয়ে শেখ হাসিনা ও আহসান হাবিব সহ আওয়ামী লীগ নেতাদের নামে হত্যা মামলা দায়ের করেন যাহার নং ২৫/৪৮১।
ঐ মামলায় আহসান হাবিব ১২৭ নং আসামি। জুলাই-২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করায় ঔ মামলার আসামি আহসান হাবিবকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এস আই মেহেদী।