ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট:
মার্চ ২৫, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মার্চ) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ফেরিঘাট সংলগ্ন বদ্ধভূমিতে শদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুস সালাম,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:ইশতিয়াক,উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,নলছিটি ফায়ার স্টেশন অফিসার সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।

এসময় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়ালকালো রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গনহত্যার স্মৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পরেন।