পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর সহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
ঢাকা মহানগর উত্তর যুবদলে বিপ্লবী সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক মিরপুর জোনের টিম প্রদান, জনপ্রিয় যুবদল নেতা শিমুল আহমেদ।
তিনি ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিমুল আহমেদ বলেন,পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।