গাজীপুরের শ্রীপুরে ১১টি প্রতিবন্ধী পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
২৯ মার্চ শনিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামে একই এলাকার ১১ জন প্রতিবন্ধী পরিবারের কাছে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এ নেতা।
পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় অনেকটা কষ্টে কাটে তাদের সংসার। এমন অসহায়ত্বের কথা শুনে বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তারেক রহমানের পক্ষ থেকে ঈদসামগ্রী তুলে দিয়েছেন প্রতিবন্ধীদের হাতে। বিএনপি’র দেয়া ঈদসামগ্রী পেয়ে হাসি ফুটেছে পরিবারগুলোর মুখে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুল হাসান হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন, তেলিহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু জাফর সরকার,সিরাজুল হক মাস্টার,আবু সাঈদ মাস্টার, আসাদুজ্জামান মাসুদ, সাজ্জাদ হোসেন শহীদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।