ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট:
এপ্রিল ৭, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ 

গাজায় আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং, আজমপুর, রাজলক্ষীসহ উত্তরার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৭ এপ্রিল ) বেলা ১১টা থেকে উত্তরার বিভিন্ন মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল বিএনএস থেকে শুরু করে আজমপুর, রাজলক্ষ্মী, জসীমউদ্দীন হয়ে ঘুরে হাউজ বিল্ডিং এসে শেষ হয়।

উত্তরায় অবস্থিত বিভিন্ন বেসরকারি  বিশ্ববিদ্যালয়ের ও কলেজের শিক্ষার্থীরা  বিক্ষোভে অংশ নেন। ড্যাফোডিল ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

উত্তরা ইউনিভার্সিটি শিক্ষার্থী আল-আমিন রেজা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।

উত্তরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম.সাইফুর নূর শুভ বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এর মধ্যে গত ২০ দিনেই গাজায় প্রায় ৫০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল। 

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।