চুন্নু ফকির শ্রীপুরঃ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাপটের সঙ্গে চলছে ফিটনেসবিহীন পাঁচ শতাধিক তাকওয়া মিনিবাস।
যার মধ্যে অধিকাংশ বাসেরই নেই রোড পারমিট। বাসগুলো শুধু ফিটনেসবিহীন তাই নয়, চালকদের অধিকাংশই অপ্রাপ্ত বয়স্ক, নেই ড্রাইভিং লাইসেন্স, এমনকি হেলপার-শিশু-কিশোর। অপ্রাপ্ত বয়স্ক, প্রশিক্ষণহীন চালকদের বেপরোয়া গাড়ি চালানোতে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। হেল্পার দিয়ে চালানো হচ্ছে গাড়ি, অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্টি হচ্ছে যানজট, এমনকি তাকওয়া বাসে নারীকে ধর্ষণ, তাকওয়া থেকে ফেলে হত্যা করা ঘটনা রয়েছে, , এই বিষয়ে ট্রাফিক পুলিশ যানান রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ প্রত্যেক গাড়িকে মামলা দেওয়া হচ্ছে।
চলমান পর্ব ১