ক্রেতাদের উৎসাহিত করতে পলওয়েল কারনেশন শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে রমজান মাস ব্যাপী পন্য ক্রয়ের ভিত্তিতে কুপন বিতরণ করা হয়।
উৎসব মূখর পরিবেশে মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ উপলক্ষে পলওয়েল কারনেশন শপিং সেন্টারের নিচ তলায় উক্ত কুপনের র্যাফেল ড্রয়ের
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুপন আনলক এর মাধমে ৫১ টি পুরস্কার ধার্য্য করা হয়। এর মধ্যে ১ম পুরস্কার হিসেবে ছিল প্রায় ৪লাখের অধিক মূল্যের ইয়ামাহা কোম্পানির এফ জেড মোটরসাইকেল। ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, মোবাইল, আরো বহু পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি ড.শোয়েব রিয়াজ আলম বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাম্মদ মতিউর রহমান ডিআইজি,
মোঃ শফিকুল ইসলাম ডিআইজি, ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ বিন আনোয়ার এডিশনাল ডিআইজি, মোঃ হান্নান মিয়া অতিরিক্ত পুলিশ সুপার, কবির হোসেন খান পলওয়েল ইনচার্জ, উত্তরা পূর্ব থানা ওসি, আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনসুর রহমান (সুজন তালুকদার) ও পলওয়েল কারনেশন সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, শরিফুল আলম মিলন, ফারুক হোসেন,নোয়াব, খোকন, আলামিন, শাকিব, শিপন, গিয়াস, আবু সহ ব্যবসায়ী বৃন্দ, আগত মার্কেটের কাস্টমার।