ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের’ শ্রীপুরে ইফতেতাহী দরস প্রদান ২০২৫ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
এপ্রিল ১৬, ২০২৫ ২:০১ অপরাহ্ণ । ১১৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান (আসাদ)
স্টাফ রিপোর্টার

জামিয়া ইসলামিয়া এমদাদুল ও এতিমখানা চন্নাপাড়া (২ নং সি এন্ড বি বাজার) শ্রীপুর গাজীপুর।
ইফতেতাহী দরস প্রদান করেন ময়মনসিংহ এর গর্ব , শায়খ আল্লামা আব্দুল হক সাহেব দা বা ।
শায়খুল হাদীস ও মুহতামিম জামিয়া ফয়জুর রহ. বড় মসজিদ ময়মনসিংহ। এবং শায়খুল হাদীস জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানা।
তিনি ছাএদের নির্দেশনামূলক সারগর্ভ কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, এলমে ওহীর শিক্ষা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষা। এ শিক্ষা অর্জন করে মানুষ নিজেকে সবচেয়ে মূল্যবান করে গড়ে তুলতে পারে।
আল্লাহ তায়ালা আমাদের ইলমে ওহীর শিক্ষা অর্জন করার তাওফিক দিন আমীন।।

ইফতেতাহী দরস উপলক্ষে ছাএদের গুরুত্বপুর্ন নসিহত পেশ করেন অত্র জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মাও সোহরাব আলী মাজেদি সাহেব দা বা। আরো নসিহত পেশ করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু রায়হান আল মাদানী সাহেব দা বা.
অত্র জামিয়ার খতিব
মাওলানা এহসান ইবনে মাসুদ রংপুরী সাহেব দা বা.।

জামিয়ার সমস্ত শিক্ষকগণ উক্ত মজলিসে উপস্থিত ছিলেন ,,আল্লাহ তায়ালা জামিয়ার সমস্ত শিক্ষকগণ ও ছাএদের নেক হায়াৎ এবং দ্বীনের জন্য কবুল করুন আমীন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, আসাদুজ্জামান, ডাক্তার, শাহীন,

আলহাজ্ব প্রভাষক মাজহারুল ইসলাম। সাধারণ সম্পাদক অত্র জামিয়া।

জনাব মোঃ এনামুল হক খোকন । সভাপতি অত্র জামিয়া।