ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লন্ডন থেকে ফেরার পরে আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেএীবৃন্দ

স্টাফ রির্পোটার: আলমগীর হোসাইন:
এপ্রিল ১৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ । ১৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি বার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের এর সাথে লন্ডনে ঈদ উদযাপন ও লন্ডন সফর শেষ করে আসার পর স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় -সদস্য , আহব্বায়ক সদস্য-ভালুকা উপজেলা বিএনপি,নির্ধারিত নিপীড়িত নেতা গণমানবের আস্থার শেষ ঠিকানা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান মামুন। দীর্ঘদিন লন্ডন শফর শেষে নিজ বাসভবনে ফিরে আসেন। এ সময় ভিড় করেন উৎসব জনতা। এলাকাবাসী আকাঙ্খিত নেতাদেরকে বরণ করেন না না সাজে।

নানা বর্ণের উপহার ও ফুলের মালা দিয়ে বরণ করে নেই মোস্তাফিজুর রহমান মামুনকে। পরবর্তীতে একে একে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভালুকা উপজেলা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নেতৃবৃন্দএবং স্বজনরা। জনশ্রুতি রয়েছে যে তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন, যেকোনো প্রয়োজনে, আপদে-বিপদে তিনি সহযোগিতা করে থাকেন, এমন একজন জনবান্ধব নেতাই তারা চেয়েছিলেন।বহুদিন পরে কাঙ্খিত নেতাকে ফিরে পেয়ে জনগণের মনে নতুন আশার আলো উদয় হয়। সকলে তিনার জন্য সবসময় দোয়া করেন। শুভাকাঙ্ক্ষীদের সাথে হাস্যজ্জল মুখে দেশের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পেরে মুস্তাফিজুর রহমান মামুন নিজেও আনন্দিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
মোঃসোয়েব সরকার সমবায় বিষয়ক সম্পাদক ও শহীদ জিয়া স্মৃতি সংসদ ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতা সেসময় সৌজন্য সাক্ষাৎ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে আসেন। বহুদিন পরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মনের ভাব প্রকাশ করতে পেরে মোঃসোয়েব সরকার বলেন,
বিগত দের যুগে আমরা নানাভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, বাড়িতে থাকতে পারিনি , পরতে হয়েছে মামলা ও হামলায়।করতে হয়েছে হাজত বাস। আজ মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আবেগ আপ্লুত কন্ঠে এমন কথাগুলো বলছিলেন মোঃসোয়েব সরকার।

তিনি আরো জানান এলাকার মানুষদের মুখ দেখি না বহুদিন স্বৈরাচারী সরকার পতন হওয়ার পর আজ সবার সাথে কথা বলি, দেখা করি খোঁজখবর নেই। যা বিগত দের যুগ সুযোগ ছিল না। এলাকার মানুষ তো দূরের কথা, নিজের পরিবারের কারুর মুখটাও দেখতে পারিনি। আমাদের সকলের প্রিয় মুস্তাফিজুর রহমান মামুন ভাই লন্ডনে সফরে যান, সেখানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঈদুল ফিতর উদযাপন করেন।
দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন তাই ওনার সাথে সাক্ষাৎ করতে শতশত মানুষ ছুটে এসেছে। আমি যেন পিছনে পড়ে যাচ্ছিলাম মানুষের ভিড়ে। এক নজর দেখার আশায় ছুটে আসলাম বাড়িতে এত মানুষের ভিড় দেখে ভালো লাগছে। সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান মামুন ভাই। যার জন্য তার বাড়িতে এত মানুষের আজ ভিড় করছে। অত্যাচার, অবিচার, অনাচার, লুটপাট, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে সব সময় কথা বলেন এবং সবার পাশে থাকেন। মুস্তাফিজুর রহমান মামুন ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই।