ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট:
মে ১৪, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ । ৯৮ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় বাসচা পায় রুবী আক্তার নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭ টায় কোনাবাড়ীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন রুবি আক্তার। কারখানায় কাজে যোগ দিতে সকালে তিনি বাসা থেকে বের হয়। একপর্যায়ে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যায়। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ কামরুল হাসান জানান রুবী আক্তার তার কর্মস্থলে যোগদান করার জন্য বাসা থেকে বের হয়ে কোনাবাড়ী ফ্লাই ওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে বাসের জন্য দাড়িয়ে ছিলেন;এমন সময় দ্রুত গতির একটি বাস এসে তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই রুবী মারা যায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং দুপুর ১ টা ১৫ মিনিটে তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।