ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে তিন ড্রাম চোলাই মদ সহ আটক-০১

ডেস্ক রিপোর্ট:
মে ১৯, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ । ৯৩ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ-  গাজীপুরের শ্রীপুরের মাওনায় চোলাই মদের কারখায় পুলিশের অভিযানে তিন ড্রাম চোলাই মদ উদ্ধার সহ আটক-১।

রবিবার (১৮ মে) উপজেলার মাওনা পিয়ার আলী কলেজ এলাকা থেকে তিন ড্রাম চোলাই মদ সহ রমেশ চন্দ্র বিকাশকে আটক করেছে পুলিশ।

রমেশ চন্দ্র বিকাশ নামের (উপজাতীয় সম্প্রদায়ের) একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত তিনটি ড্রামে প্রায় ২৫০ লিটার মদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম,উপ-পরিদর্শক,মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এবং তিন ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়।

এই বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করে, আদালতে প্রেরণ করা হয়েছে।