ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাব-১ এর অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার ৪টি মোবাইল

এইচ এম মাহমুদ হাসান
মে ১৯, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ । ৮৪ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরা ও টঙ্গী এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১ এর টহল দল।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সর্বমোট চারটি মোবাইল ফোন, যার মধ্যে রয়েছে একটি Samsung S22 Ultra, একটি iPhone, এবং একটি OnePlus ব্র্যান্ডের ফোন।

একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, ছিনতাইয়ের পর ভুক্তভোগী তার ফোনের লোকেশন চালু দেখতে পান এবং সেটি দেখাচ্ছিল উত্তরা আইচি হাসপাতালের পেছনে। তিনি তাৎক্ষণিকভাবে র‍্যাব-১ এর হাউজবিল্ডিং টহল টিমের শরণাপন্ন হন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের চিহ্নিত করে কৌশলে আটক করেন। তল্লাশির সময় উদ্ধার করা হয় ভুক্তভোগীর ফোনসহ আরও তিনটি স্মার্টফোন।
আটককৃত দুই আসামি হলেন— মোহাম্মদ শিমুল (৩০) মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং জানান, চুরি করা মোবাইল ফোন তারা বিভিন্ন অনলাইন পেজ ও ফেসবুক মার্কেটপ্লেসে কম দামে বিক্রি করতেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

র‍্যাব-১ জানায়, এ ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ:
১টি Samsung S22 Ultra
১টি iPhone
১টি OnePlus
১টি অজ্ঞাত ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।