ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
মে ২৭, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ । ১৯১ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র, সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা, বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামীতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করতে গফরগাঁও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার মশাখালী ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মশাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক ফকির বলেন, বিএনপির ভরপ্রাপ্ত চেয়ারপার্সন তারক রহমানের পরীক্ষিত কর্মী, সৎ ও ত্যাগী নেতা ময়মনসিংহ দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের সুনাম ক্ষুন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসররা বেশ কিছুদিন যাবত পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আলমগীর মাহমুদ আলম সাহেব গত ছয়মাস যাবত উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে গত ফ্যাসিষ্ট সরকারের আমলে হামলা-মামলার শিকার নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে যাচ্ছেন। তাদের পরিবার-পরিজনদের সাথে দেখা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সমবেদনা পৌছে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে রবিবার আলমগীর মাহমুদ আলম সাহেব মশাখালী ইউনিয়নে গত ১৫ বছরে নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে উপস্থিত হন। আমার বাড়িতে আসা নিয়ে এবং দঃ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলমের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি কুচক্রি মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রচারণা চালায় এবং ফ্যাসিষ্ট আওয়ামী সুবিধাভোগী দোসর সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে।
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম চমক ফকির তা বক্তব্যে আরও বলেন, তার পিতা হাবিবুল্লাহ ফকির গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাদের বাড়িতে বেশ কয়েকবার হামলা, ভাংচুর , লুটপাট হয়েছে। তাকে অর্ধডজন মিথ্যা মামলা আসামী করা হয়েছে। তাদের বাড়িতে আলমগীর মাহমুদ আলম সাহেবের আগমনকে আওয়ামী লীগের দোসরদের শেল্টার দেওয়া হিসেবে প্রচারনা চালানো দুঃখজনক।
তিনি প্রতিহিংসামূলক ও উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চানু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পল্টন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, উপজেলা জাসাসের আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ।