ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় রূপায়ণ সিটির বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
মে ২৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ । ১২৭ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে ছাদ থেকে পড়ে মোঃ বিল্লাল হোসেন হাওলাদার (৫০) নামের এক রং মিস্ত্রির ঠিকাদার নিহত হয়েছেন।

তিনি ভোলা জেলার সদর থানার ১৩ নং দক্ষিণ দিগল্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইউনূছ হাওলাদার।

নিহত বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকার তুরাগ এলাকায় বসবাস করছিলেন এবং রূপায়ণ সিটিতে রংয়ের ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত জানা যায়, ২৭ মে’২৫ মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে রূপায়ণ সিটির ৪ নং রোডের ৪ নং ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমারজেন্সি তে থাকা কর্তব্যরত চিকিৎসক ড. জুনায়েদ হোসাইন লিংকন গণমাধ্যমকে বলেন, বিল্লাল হোসেন কে ৩ টা ৩০ মিনিটের দিকে আমাদের এখানে নিয়ে আসে, তার ঠোঁটের নিচে সামান্য রক্তপাতসহ মাথায় গুরুতর অভ্যন্তরীণ আঘাত পাওয়া গেছে, সকল ধরনের চেকআপ করে দেখি তিনি মৃত।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপায়ণ সিটির সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) মোঃ মহাসিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শ্রমিক নিহতের ঘটনার খবর পেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান,যুবদল নেতা শিমুল আহমেদ সহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

এ ঘটনায় এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।