পবিত্র ঈদুল আজহা (কুরবানি ঈদ) উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)। আজ ২৯ মে’২৫ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে শতাধিক পথশিশুর মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।
ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মহৎ আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (BEES)। জামা-কাপড় পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা, তাদের চোখেমুখে ফুটে ওঠে অনাবিল আনন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)-এর উপ-নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান, উপ-পরিচালক কাবেরী সুলতানা, সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) শাহী মাছুমা আখতার, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাত হোসেন এবং বিমানবন্দর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর বজলুল ইসলাম।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)-এর উপ-নির্বাহী পরিচালক মো: মজিবুর রহমান অনুষ্ঠানে তিনি বলেন,“সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে পারা আমাদের জন্য পরম আনন্দের। এই শিশুরাও আমাদেরই সমাজের অংশ, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, দেশের প্রত্যেকটি শিশু যেন ভালোবাসা ও মর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারে।”
ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান বলেন,“প্রতিটি শিশুর চোখে যখন আনন্দ দেখি, তখন আমাদের পরিশ্রম সার্থক মনে হয়। কুরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ ও মানবতার চর্চা— সেই শিক্ষাকেই সামনে রেখে আমরা এই আয়োজন করেছি।”
উল্লেখযোগ্য এই উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘বিজ’। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।