আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরের সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন বেপারী বলছেন, বর্তমান সময়ে যিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন তিনি সেনা সন্তান থেকে আজ একজন সফল জাতীয় নেতা হিসেবে ইতোমধ্যে দেশে-বিদেশে স্বীকৃত হয়েছেন। দীর্ঘ নির্বাসিত জীবন সত্তেও, তিনি জনগণের কাছে ‘আগামীর নতুন বাংলাদেশের কান্ডারি হিসেবে সুপরিচিত, ‘তার নাম-তারেক রহমান।’
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিতা-বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, যাঁর উনিশ দফা ছিল দেশের রাজনৈতিক দর্শনে এক অনন্য স্বাক্ষর। ক্ষণজন্মা জীবনে শহীদ জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শনকে বাস্তবে রূপদান করেছিলেন। তলাবিহীন ঝুড়ির অপবাদ খুঁচিয়ে বাংলাদেশকে তিনি করেছিলেন সাবলম্বী। নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বনেতৃত্বের কাতারে।
বিল্লাল হোসেন বেপারী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকারী তারেক রহমানের
ধমনীতে একজন বীর মুক্তিযোদ্ধার স্বপ্ন ব্যস্তবতায় প্রোথিত রাজনৈতিক দর্শন, আর হৃদয় মূলে গেঁথে আছে বাংলাদেশী জাতীয়তাবাদের বহধা বিস্তৃত এক মহীরুহ। অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের উজ্জ্বল গুণাবলীও তারেক রহমানকে করেছে আলোকিত।
২০০৮ সাল হতে অদ্যাবধি লন্ডন প্রবাসেও বুকের ভেতর লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করে চলছেন তারেক রহমান। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের সবরকম উপকরণ ব্যবহার করেও বিগত দেড় দশকের অব্যাহত চেষ্টার পরেও কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি। বরং দেশের অপার সম্ভাবনাময় রাজনৈতিক নেতা তারেক রহমানের সততা ও সত্যের পক্ষে রায় দেয়ায় সেই বিচারক মোতাহার হোসেন জীবন-নাশের হুমকি মাথায় নিয়ে দেশান্তরী হন।
তিনি আরো বলেন,সেনা সন্তান তারেক রহমান নিজের পিতা ও মাতার মতো একজন পরিক্ষিত দেশপ্রেমিক, দৃঢ়প্রতিজ্ঞ ও নিবেদিত নেতা। যিনি নিজের জীবন এবং রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে এক নতুনরূপে সাজাতে অংগীকারাদ্ধ। তারেক রহমানের ত্যাগ, ধৈর্য্য এবং দূরদর্শী নেতৃত্ব দলকে পুনরুজ্জীবিত করেছে এবং বাংলাদেশের ভবিষ্যতকে নিরাপদ ও সুরক্ষিত করতে বদ্ধ পরিকর।
তারেক রহমান শুধু বিএনপি’র নেতা নন, বরং সারাদেশের একজন সর্বজন গ্রহণযোগ্য নেতৃত্ব। যার লক্ষ্য- বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায়ভিত্তিক সমাজ এবং উৎপাদনের উন্নয়ন নিশ্চিত করা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ যে কাক্ষিত গন্তব্যের পথে এগিয়ে যাবে, তা স্বপ্ন নয় বরং বাস্তবতা হতে চলেছে।