রাজধানী উত্তরার ১৩ নং সেক্টর ও দেশবাসীকে ঈদুল আযহার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ লুৎফর রহমান তালুকদার ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দেয়।
এই মহান উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা এই আনন্দের দিনে সমাজের দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে দিই।”
তিনি আরও বলেন, “কোরবানির মর্মার্থ শুধু পশু জবাই নয়, বরং অন্তরের কলুষতাকে বিসর্জন দিয়ে সমাজের কল্যাণে কাজ করাও একধরনের কোরবানি।
তাই এই দিনে কেবল আনুষ্ঠানিকতা নয়, প্রকৃত শিক্ষা যেন প্রতিফলিত হয় আমাদের আচরণে ও কাজে।”
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ লুৎফর রহমান তালুকদার কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিষয়ে সবার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগর পরিবেশ বজায় রাখতে আমরা যেন কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং তা দ্রুত অপসারণে সিটি করপোরেশনের প্রচেষ্টাকে সহযোগিতা করি। এতে করে রোগজীবাণুর বিস্তার রোধের পাশাপাশি পরিবেশ রক্ষা নিশ্চিত হবে।
তিনি এলাকাবাসীকে বাসা ফাঁকা রেখে বাইরে গেলে নিরাপত্তা বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
“ঘর ছাড়ার পূর্বে দরজা-জানালা বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংযোগ সুরক্ষিত এবং মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। তদুপরি, বিশ্বস্ত প্রতিবেশী বা আত্মীয়কে ঘরের খোঁজখবর রাখতে অনুরোধ করুন। এতে আপনি যেমন নিশ্চিন্ত থাকবেন, তেমনি সবার সম্মিলিত সচেতনতায় নিরাপদ সেক্টর গড়ে উঠবে।”
সর্বোপরি বাড়ীর কেয়ারকেটারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
প্রয়োজনে যোগাযোগ করুন, ১৩ নং সেক্টর সিকিউরিটি ইনচার্জ: ০১৯২৮৪১৮০৫৩।
পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও শান্তিময় জীবন কামনা করে বলেন, “আসুন ঈদুল আজহা হোক ত্যাগ ও মানবতার অনন্য নিদর্শন।
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।”