ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আপত্তিকর ছবি-ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, স্কুলছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:
জুন ১২, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ । ১১৮ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রী প্রেমিকের হুমকিতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক তাকে আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় বলে পরিবারের দাবি।

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে। নিহত সাদিয়া আফরিন (১৬) ওই গ্রামের মো. এনায়েত কবিরের মেয়ে। সম্প্রতি স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল সে।

সাদিয়ার মা নাসিমা খাতুন বলেন, `গতকাল রাতে খাওয়ার পর মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলে দেখি সে জানালার গ্রিলে ঝুলছে।’

নাসিমা খাতুন আরও বলেন, ‘ওয়াদ্দা দীঘিরপাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাইমুল ইসলামের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানতে পারি। মেয়ে জানায়, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, ছবি ও ভিডিও তুলেছে। মেয়েটা ছেলেকে এগুলো মুছে ফেলতে বললে সে উল্টো ভয় দেখাতে থাকে—ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবে। এরপর থেকেই মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে, চিন্তায় ডুবে থাকত। দুদিন আগে ছেলেটি আবার দেখা করতে চায়, কিন্তু মেয়ে রাজি না হওয়ায় ফের হুমকি দেয়। আমার অবুঝ মেয়ের জীবন শেষ করে যদি সেই ছেলে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ায়, তা হতে দিতে পারি না। আমি আইনের আশ্রয় নেব।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।