ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের”শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা:বিভিন্ন স্থানে আনন্দ মিছিল এর

ডেস্ক রিপোর্ট:
জুন ১৫, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ । ১০৫ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ছাত্রদল থেকে উঠে আসা সক্রিয় ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে ওই দু’টি কমিটি ঘোষিত হয়।

ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মো. আ. মোতালেব আর সদস্য সচিব হয়েছেন খায়রুল কবির মন্ডল আজাদ।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোছলে উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম মোড়ল, আবুজাফর সরকারসহ ৪১ সদস্য।

অপর দিকে পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মো. হুমায়ন কবির সরকার এবং সদস্য সচিব হয়েছেন বিল্লাল হোসেন বেপারী।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবিরসহ ৪১ সদস্য।

জানা যায়, সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি করা হয়। এর পর থেকে নেতা কর্মীদের চলতে থাকে লবিং তদবির।

কমিটিতে নিজের অবস্থান ধরে রাখতে যে যার মতো চালিয়েছেন দলীয় কার্যক্রম। তবে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যোগ্য, পরিচ্ছন্ন ও ত্যাগীদের অন্তর্ভুক্ত করে শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি শ্রীপুর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

এই কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুর পৌর শহরের মাওনা ও এবং উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন উজ্জীবিত নেতাকর্মীরা। কমিটিতে অন্তর্ভুক্ত সকলকেই ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা করেছেন পদ পাওয়া ব্যক্তিদের সাথে।

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,’ ছাত্রদল থেকে উঠে আসা কর্মঠ, রাজনৈতিক সক্রিয়, সামাজিক গ্রহনযোগ্যতা, স্বচ্ছ ও ত্যাগীদের প্রাধান্য নিয়ে কমিটি ঘোষণা হয়েছে।

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ভোটের মাঠে জনগণের পছন্দের ও ক্লিন ইমেজের ব্যক্তিকে সকল কমিটিতে মূল্যায়ন করা হবে। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সকল নেতাকর্মীদের উদ্দেশ্য এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ কমিটি।’