ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়

ডেস্ক রিপোর্ট:
জুন ১৮, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ । ৪৫ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুন) বিকেলে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী এবং সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে আনন্দ মিছিলটি ভাওয়াল মির্জাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএস শপিং কমপ্লেক্স সংলগ্ন মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

এ সময় সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বলেন,

“কেন্দ্রীয় ও জেলা বিএনপির নির্দেশনা মেনে, দলীয় শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আপনাদের সহযোগিতায় সদর উপজেলা বিএনপির সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পাশে থেকে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করব। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফজলুল হক মুসুল্লী, অ্যাডভোকেট সুলাইমান মোল্লা, ইসলামুদ্দীন, এমদাদুল হক মুসুল্লী, আব্দুল বাতেন বিএসসি, শহিদ কাজী, জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রধান, আবুল বাশার, কামরুল হাসান, আল মামুন সরকার, সৈয়দ করিম, সাদ্দাম হোসেন প্রমুখ।