ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ১১, ২০২০ ৬:৩৭ পূর্বাহ্ণ । ১৪৩ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ ব্রিফিং চলাকালে ঘটনাটি ঘটে। এ সময় এক সন্দেহভাজনকে গুলি করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বলা হয়, হোয়াইট হাউসে তখন ব্রিফ করছিলেন প্রেসিডেন্ট। গোলাগুলির ঘটনার সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সরিয়ে নেয়। তিনি নিরাপদে আছেন।

স্থানীয় সময় সোমবার এ ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাম্প জানান, পরিস্থিতি ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

এ ছাড়া একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। যেখানে দেখা যায়, ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় সিভিল সার্ভিসের এক কর্মকর্তা মঞ্চে উঠে আসেন। এর কয়েক সেকেন্ড পর সেখান থেকে ট্রাম্পকে সরে যেতে দেখা যায়।