মোঃ আল-আমিন
গাজীপুরের শ্রীপুর থেকে ১৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলের দিকে গোয়েন্দা পুলিশের গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ্ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীপুর উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজের নিচ থেকে এসব বিদেশি মদসহ ২জনকে আটক করে।
আটক দু’জন হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মৃত আমির হামজার ছেলে ও কভার্ডভ্যান চালক মো. ইমরান হোসেন (২৪) এবং নেত্রকোনা সদর থানার মৃত শাহাবুদ্দিনের ছেলে কভার্ডভ্যান হেলপার আরিফ হোসেন বাপ্পি ওরফে বাবু (২৪)।
গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা এলাকায় মাদক পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১৬০ বোতল বিদেশী মদসহ আটক-২ জনকে আটক করা হয়েছে।
এসময় নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে (ঢাক মেট্রো ন- ২১-০০৭৬) তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১শ ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ৪টি প্লাস্টিকের বোতলে এগুলো রক্ষিত ছিল। যার ওজন ৬৬ লিটার। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ্ বলেন, এসব মাদকদ্রব্য শ্রীপুরের মাওনা এলাকার বাসিন্দা তাজুল ইসলামের কাছে বিক্রির উদ্দেশ্যে এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রকৃতরা স্বীকার করেছেন। তবে, তাজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং আদালতে সোপর্দ করা হবে।