ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ০২

ডেস্ক রিপোর্ট:
জুন ২৪, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ । ৩০ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজাসহ ২ কুখ্যাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ২৩ জুন সোমবার সকাল ১১টায় ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের এই চাঞ্চল্যকর তথ্য জানান।

তিনি বলেন, “রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ত্রিশাল থানার এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল এবং এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন।”

উপজেলার কোনাবাড়ী সামালের মোড় নামক স্থানে নওশের আলীর হাফ বিল্ডিং ঘরের ভেতর অভিযানটি পরিচালিত হয়। অভিায়ানে ফেরদৌসি (৩৯) এবং বকুল মিয়া (৩৭) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪৮ গ্রাম হেরোইন এবং ২৫০ গ্রাম গাঁজা। এছাড়াও, মাদক বিক্রির নগদ ৮৮,৫০০ টাকা এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং ৩২ এবং তারিখ: ২৩.০৬.২০২৫ইং।