উত্তরা পশ্চিম থানার পুলিশ জুলাই আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান আকাশকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৫ জুন ২০২৫) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান আকাশ স্থানীয়ভাবে একটি প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সদস্য । তিনি আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা হাশেম চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা নাজমুলের ছায়ায় থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে একাধিক অভিযোগ উঠে আসে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে আকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিল।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আকাশের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় তাকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।