ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উদ্যম ফাউন্ডেশনের বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এইচ এম মাহমুদ হাসান
জুন ২৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ । ৭১ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) রাজধানীর শহীদ মীর মুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হলো বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের প্রতিনিধিদের মাঝে গাছ বিতরণ কর্মসূচি।

“গাছ লাগাই,প্রাণ বাঁচাই সবুজে গড়ি আগামী” এই স্লোগানে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পেশার মানুষ,স্বেচ্ছাসেবক,থানা প্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা।

বৃক্ষ মেলায় প্রদর্শিত হয় দেশীয় ফলদ,বনজ ও ভেষজ গাছের চারা।স্থানীয় নার্সারি ও পরিবেশ সংগঠনগুলোর অংশগ্রহণে মেলা হয়ে ওঠে বৈচিত্র্যময় ও সচেতনতা বাড়ানোর একটি মাধ্যম।

অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে থানা প্রতিনিধিদের মাঝে চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বৃক্ষ মেলা,বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও  সভাপতিত্ব করেন

উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ।আমরা চাই প্রতিটি থানা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”

ইঞ্জি: ইসমাঈল হোসেন পাটওয়ারী ও মান্নান তালুকদার মাহিন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে।এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।