সোহাগ রানাঃ- গাজীপুরের শ্রীপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একইসঙ্গে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৬৯৮ টাকার সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ। তিনি জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য হলো নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামো ও উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া।
পৌর প্রশাসক বলেন, “শহরের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য মৌলিক সেবার উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এই উন্নয়ন কার্যক্রমগুলো জনগণের ওপর বাড়তি করের বোঝা না চাপিয়ে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
বাজেট ঘোষণার সময় সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. ছিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পৌরসভা কর্তৃপক্ষ আশা করছে, নাগরিক জীবনমান উন্নয়নে বাজেটে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা স্থানীয়দের কাছে ইতিবাচক সাড়া ফেলবে।