ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে নারীসহ দুজন নিহত

ডেস্ক রিপোর্ট:
জুন ২৮, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ । ৫১ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় মিলেনি।
শুক্রবার (২৭ জুন) সকাল ও দুপুরে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে সড়কের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জয়নাল আবেদিন(৬৫) মারা যান।
নিহত জয়নাল আবেদিন গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মেকানিক। অপরদিকে, দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (বয়স আনুমানিক ৬০) এক বৃদ্ধা নারী নিহত হন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক বলেন, দুটি দুর্ঘটনার খবর পেযেছি । নিহত পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।