২৮ জুন ২০২৫ (শনিবার) রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ২০২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
মোট ৬৪৪ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৬৮.৪৮ শতাংশ।
এবারের নির্বাচনে ড. আনোয়ার হাসান নুর সভাপতি এবং মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তাঁরা দু’জনই এককভাবে নেতৃত্বাধীন একটি প্যানেলের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে তাঁদের প্যানেলের প্রার্থীরাই জয়লাভ করেন।
নির্বাচিত সদস্যদের তালিকা:
সভাপতি:
ড. আনোয়ার হাসান নুর (নির্বাচিত)
প্রতিদ্বন্দ্বী: ড. এম আসাদুজ্জামান
সিনিয়র সহ-সভাপতি:
এস.এম. মুজিবুর রহমান এফসিএ (নির্বাচিত)
সহ-সভাপতি:
মোঃ আবদুল মান্নান (নির্বাচিত)
সাধারণ সম্পাদক:
মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) (নির্বাচিত)
যুগ্ম সাধারণ সম্পাদক:
পাপন রহমান (নির্বাচিত)
কোষাধ্যক্ষ:
মোঃ শহীদ ফারুকী (নির্বাচিত)
অফিস ও প্রচার সম্পাদক:
মোঃ আব্দুছ ছালাম (নির্বাচিত)
শিক্ষা ও সাংগঠনিক সম্পাদক:
ড. মোঃ শাহাদৎ হোসেন (নির্বাচিত)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী (নির্বাচিত)
কল্যাণ, ত্রাণ ও পরিবেশ সম্পাদক:
শাহ মরতুজা কামাল (নির্বাচিত)
নিরাপত্তা সম্পাদক:
মোঃ আব্দুস সাত্তার (নির্বাচিত)
নির্বাহী সদস্য (নির্বাচিত ১০ জন):১. মাহমুদা খাতুন শিখা২. মেজর ওয়াছিউল হাসান চৌধুরী (অব.)৩. শেখ মোঃ বোরহান উদ্দিন৪. জিনাত রেহানা৫. মোঃ আবুবকর সিদ্দিক৬. শেখ মোঃ আব্দুল লতিফ৭. আনোয়ার উদ্দিন আহমেদ৮. মোঃ খায়রুল মোমেন৯. মোঃ আব্দুর রহিম১০. মোঃ মাহবুবুর রহমান ভূঞা
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন:
প্রধান নির্বাচন কমিশনার: মোঃ শাহ্ আলম বকশী
নির্বাচন কমিশনার: মোঃ কামাল উদ্দিন
নির্বাচন কমিশনার: জিয়াউদ্দিন আহম্মেদ
নির্বাচনে প্রার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সব ধরণের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করায় প্রার্থী ও ভোটারদের কাছ থেকে ধন্যবাদ পেয়েছে।
উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বার্থে নানাবিধ কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ
এইচ এম মাহমুদ হাসান
২৮ জুন ২০২৫ (শনিবার) রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ২০২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মোট ৬৪৪ জন ভোটারের মধ্যে ৪৪১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৬৮.৪৮ শতাংশ।
এবারের নির্বাচনে ড. আনোয়ার হাসান নুর সভাপতি এবং মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তাঁরা দু’জনই এককভাবে নেতৃত্বাধীন একটি প্যানেলের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে তাঁদের প্যানেলের প্রার্থীরাই জয়লাভ করেন।
নির্বাচিত সদস্যদের তালিকা:
সভাপতি:
ড. আনোয়ার হাসান নুর (নির্বাচিত)
প্রতিদ্বন্দ্বী: ড. এম আসাদুজ্জামান
সিনিয়র সহ-সভাপতি:
এস.এম. মুজিবুর রহমান এফসিএ (নির্বাচিত)
সহ-সভাপতি:
মোঃ আবদুল মান্নান (নির্বাচিত)
সাধারণ সম্পাদক:
মোঃ নজরুল ইসলাম ভূঞা (মাহবুব) (নির্বাচিত)
যুগ্ম সাধারণ সম্পাদক:
পাপন রহমান (নির্বাচিত)
কোষাধ্যক্ষ:
মোঃ শহীদ ফারুকী (নির্বাচিত)
অফিস ও প্রচার সম্পাদক:
মোঃ আব্দুছ ছালাম (নির্বাচিত)
শিক্ষা ও সাংগঠনিক সম্পাদক:
ড. মোঃ শাহাদৎ হোসেন (নির্বাচিত)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী (নির্বাচিত)
কল্যাণ, ত্রাণ ও পরিবেশ সম্পাদক:
শাহ মরতুজা কামাল (নির্বাচিত)
নিরাপত্তা সম্পাদক:
মোঃ আব্দুস সাত্তার (নির্বাচিত)
নির্বাহী সদস্য (নির্বাচিত ১০ জন):১. মাহমুদা খাতুন শিখা২. মেজর ওয়াছিউল হাসান চৌধুরী (অব.)৩. শেখ মোঃ বোরহান উদ্দিন৪. জিনাত রেহানা৫. মোঃ আবুবকর সিদ্দিক৬. শেখ মোঃ আব্দুল লতিফ৭. আনোয়ার উদ্দিন আহমেদ৮. মোঃ খায়রুল মোমেন৯. মোঃ আব্দুর রহিম১০. মোঃ মাহবুবুর রহমান ভূঞা
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন:
প্রধান নির্বাচন কমিশনার: মোঃ শাহ্ আলম বকশী
নির্বাচন কমিশনার: মোঃ কামাল উদ্দিন
নির্বাচন কমিশনার: জিয়াউদ্দিন আহম্মেদ
নির্বাচনে প্রার্থীদের আন্তরিক প্রচেষ্টা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সব ধরণের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করায় প্রার্থী ও ভোটারদের কাছ থেকে ধন্যবাদ পেয়েছে।
উল্লেখ্য, উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বার্থে নানাবিধ কল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।