ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা ১১ নম্বর সেক্টরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জামায়াত নেতা সেলিম উদ্দীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচ এম মাহমুদ হাসান
জুলাই ২, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ । ৯৮ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী  উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি, সেক্টর মসজিদ কমিটি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২ জুলাই’২৫, বুধবার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মাদ সেলিম উদ্দীন।

সভাটি সঞ্চালনা করেন ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাইতুন নূর জামে মসজিদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ ফাজলী এলাহী, সাধারণ সম্পাদক হাজী মোঃ আরব আলী, ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফিরোজ জামান, সোসাইটির উপদেষ্টা লে. কর্ণেল আ ক ম জাহিদ হোসেন (অবঃ), সাবেক সভাপতি ডা. মইন উদ্দীন আহমেদ, জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার আমীর মাজহারুল ইসলাম ও সেক্রেটারি ফিরোজ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মাদ সেলিম উদ্দীন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠানগুলোতে নারীদের অধিক হক ও মর্যাদা দেওয়া হয়। ইসলামি দলগুলো কখনোই ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালায় না—এটি প্রমাণিত সত্য।

 

তিনি আরও বলেন, “আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী, কুরআনের ধারক-বাহক হিসেবে হক কথা বলা আমাদের দায়িত্ব। যারা সত্যকে গোপন করে, তারা জালেম। দুর্নীতি বন্ধ করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

সভায় বক্তারা ইসলামী মূল্যবোধ, সামাজিক শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সেক্টর উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

 

উক্ত মতবিনিময় সভা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।