রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলার অভিযুক্ত ইরফানুল হক গাজী সিয়াম (২০) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত সিয়ামের পিতা মাসুদুল হক গাজী এবং মাতা লায়লা বেগম। সে ভাটুলিয়া এলাকার সৌরভ নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম স্বাধীন বিডি কে জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইরফানুল হক গাজী সিয়ামকে তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকা থেকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, সিয়ামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি অত্যন্ত সংবেদনশীল এবং তদন্তাধীন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ বলছে, ছাত্র আন্দোলনের সহিংসতায় কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।