ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বস্তির আগুনে শিশুসহ ২ জনের মৃত্যু


আগস্ট ১৫, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ । ১৩১ জন
Link Copied!
স্বাধীন বিডি.কম পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আবু তাহের ৬৫ এবং রাশেদ ৮। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন আজমপুর ইস্পাহানি রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফরিদ আহমদ বলেন, শুক্রবার রাতে আজমপুর রেল গেইট এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে দুজন নিহত ও বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।

পাহাড়তলী থানার ওসি মাঈনুর রহমান বলেন, আগুনে দুই জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে। আগুনে পুড়েছে প্রায় অর্ধশত বসতঘর।

বিডি প্রতিদিন