ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ১৬


আগস্ট ১৮, ২০২০ ১২:২০ অপরাহ্ণ । ১২২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : সোমালিয়ার রাজধানী  মোগাদিসুতে একটি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। এ হামলা চালিয়েছে জিহাদি সংগঠন আল-শাবাব। রোববার মোগাদিসুর একটি বিলাসবহুল হোটেলে এ হামলা চালানো হয়। সোমালিয়া সরকারের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, নিহত ১৬ জনের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক। অপর ৫ জন হামলাকারী জঙ্গি। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সরকারের মুখপাত্র ইসমাইল মুখতার ওমর। এতে তিনি জানান, নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন।

একই সঙ্গে আরো ১৮ পুলিশ আহত হয়েছে বলেও জানান তিনি। ঘটনার দিন অস্ত্রধারী জিহাদিরা মোগাদিসুর লিডো বিচের ওই হোটেলে প্রবেশ করে। সেখানে তারা একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর হাতে থাকা এসল্ট রাইফেল দিয়ে গুলি ছুড়তে শুরু করে। ২০০৮ সাল থেকে সোমালিয়ায় জিহাদি কার্যক্রম পরিচালনা করে আসছে আল-শাবাব। সংগঠনটি সোমালিয়ায় কট্টর শরিয়া আইনের বাস্তবায়ন চায়। মাত্র এক দশকেই এই সংগঠনের হাতে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ।