ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

টকশোতে অংশ নিতে স্বাস্থ্যের কর্মকর্তাদের অনুমতি লাগবে

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ২১, ২০২০ ১১:০২ অপরাহ্ণ । ২৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলা, সাক্ষাৎকার দেওয়া ও টকশোতে অংশ নিতে হলে এখন থেকে অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) অনুমতি লাগবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এ সব অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়।

এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত।

এতে আরও বলা হয়, এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদফতরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।