ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সমস্যায় ব্যবহারকারীরা,বিশ্বজুড়ে মারাত্মক বিভ্রাটে জিমেইল

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ২১, ২০২০ ১১:৩০ অপরাহ্ণ । ১১১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইটি ডেস্ক : বিশ্বজুড়ে বড় রকমের বিভ্রাটের মধ্যে পড়েছে বড় সার্চ ইঞ্জিন গুগলের মেইল আদানপ্রদান সেবা জিমেইল। মেইল পাঠাতে পারছেন না এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সোয়া ১০টা থেকে এ বিভ্রাট শুরু হয়। জিমেইলের এই বিভ্রাট নিয়ে টুইটারে অনেক ইউজার পোস্ট দিয়েছেন। ব্যবহারকারীদের অভিযোগ, শুধু জিমেইল থেকে মেইল অন্য কোথাও যাচ্ছে না এমনটিই নয়, অন্যান্য মেইল সেবা থেকেও মেইল করলে তা জিমেইলে পৌঁছাচ্ছে না।

কেউ কেউ তাদের জিমেইল অ্যাকাউন্টে ঢুকতেই পারছেন না। গুগল ড্রাইভও বিভ্রাটের কবলে পড়েছে। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছেন না। কেউ কেউ আবার ড্রাইভে আপলোড, ডাউনলোড, শেয়ার কিছুই করতে পারছেন না।

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অনেক দেশ থেকেই জিমেইলের এই বিভ্রাটের অভিযোগ এসেছে।

এদিকে এমন সব অভিযোগের সত্যতা স্বীকার করেছে গুগল।

গুগল অ্যাপস স্ট্যাটাস পেজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানায়, জিমেইল সম্পর্কিত একটি সমস্যা আমরা খতিয়ে দেখছি। শিগগিরই এ বিষয়ে আমরা আরও তথ্য জানাব।

তথ্যসূত্র: স্কাই নিউজ