ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভিডিওকলে বৈঠকে সহকর্মীরা দেখলেন- বিশেষ মুহূর্তে ফিলিপাইনের কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:
আগস্ট ২৯, ২০২০ ৪:২১ অপরাহ্ণ । ২৭৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে বিভিন্ন দেশের মানুষ ঘরে বসে অফিসের কাজ করছে। তবে বিভিন্ন বৈঠক হচ্ছে অনলাইনে ভিডিওকলের মাধ্যমে। বিশেষ করে মার্কিন প্রযুক্তি জুম ভিডিওকলে কথা বলছেন অনেকে।

জানা গেছে, জুম কলে সহকর্মীদের সঙ্গে যুক্ত হওয়ার পর ফিলিপাইনের সরকারি একজন কর্মকর্তাকে তার সহকারীর সঙ্গে বিশেষ মুহূর্তে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পর বহু মানুষ দেখেছেন।

জানা গেছে, ফিলিপাইনের কাভিতে প্রদেশের ফাতিমা দস গ্রামের ওই বাসিন্দা বুঝতেই পারেননি যে, জুম ভিডিওকলে বৈঠক শুরু হয়ে গেছে।স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি টেবিলের উপর রাখা ছিল ল্যাপটপ। তাতে জুম বৈঠক শুরু হলে ওই ব্যক্তিকে বিশেষ মুহূর্তে দেখা যায়। গত ২৬ আগস্ট ঘটনাটি ঘটেছে।

ওই কর্মকর্তা ক্যামেরা বন্ধ রাখার জন্য ক্লিক করেছিলেন। তিনি মনে করেছেন, ক্যামেরা বন্ধ হয়েছে। কিন্তু আসলে তখন ক্যামেরা বন্ধ হয়নি। সে কারণে জটিল পরিস্থিতিতে পড়েছেন তিনি। এ ঘটনার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া