ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২০
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

শরৎ বেলা : ফারিয়া চৌধুরী

ডেস্ক রিপোর্ট:
সেপ্টেম্বর ২, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ । ১৯৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা,
রঙিন ফুলে সারাবেলা প্রজাপতি করছে খেলা।
সাঝের আকাশে ভিষণ মায়া,
বেলা শেষে রবি দিয়ে যায় ছায়া।
তারার আলোয় মাখা আমার ছাদ
সাথে আছে অপরুপা চাঁদ।
পাকা তালের মিষ্টি সুবাসে,
মন চলে যায় কোন অবকাশে।
ধানের ক্ষেতে বয়ে যায় বাতাস,
বেশ লাগে শরতের এই নীল আকাশ।
ভাতঘুমের ফাকে চেয়ে দেখে ময়রা,
আসে নাকি পাসের বাড়ির ছোট ছোট ছোড়া।
বিকেলের সেই মিষ্টি রোদের বাতাসে,
পাখিদের বিচরণ শরতের নীল আকাশে।
আরো থাকে রঙিন ঘুড়ি,
সারা আকাশে উড়া-উড়ি।
নদীর ধারে কাশবনে ডাহুক এর মেলা
অবসরে বসে সারাদিন করে খেলা।
বিলে ফুটে শাপলা লাল আর সাদা
পার হয়ে যায় গরু-মহিষ গায়ে লাগিয়ে কাদা।
থেমে থেমে উঠে রাতে শেয়ালের হাক
নিশাচর ও দিয়ে যায় মাঝে মাঝে ডাক।
রবি কিরন আসার আগে শিউলি যায় ঝরে,
চিকচিক বালিতে কাশফুল ও দাড়িয়ে পরে।
মৃদু বাতাসে কাশফুল করে খেলা
এভাবেই কেটে যায় শরতের বেলা।