ঢাকারবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু জাফর সম্পাদক জালাল খান

ডেস্ক রিপোর্ট:
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ । ২১৬ জন
Link Copied!

দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু জাফর আলম সাধারণ সম্পাদক জালাল খান

এইচ এম মাহমুদ হাসান।

দলিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দাদের নিয়ে গঠিত দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আবু জাফর আলম কে সভাপতি এবং জালাল হোসেন খানকে সাধারণ সম্পাদক ও শরিফ খানকে সিনিয়র সহ-সভাপতি করে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গত শুক্রবার রাত ১০ টার দিকে দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো:জামির হোসেন।

উক্ত সাধারন সভার সংগঠনের উপদেষ্টা এবং বিএনপির নেতা আলহাজ্ব জামির হোসেন সকলকে উদ্দেশ্যে করে বলেন, নবনির্বাচিত এই কমিটি এলাকার রাস্তাঘাট সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা দিতে এলাকাবাসির জন্য নিরলস ভাবে কাজ করবে বলে আমি মনে করি। আমি মনে করি এই কমিটির দ্বারা এলাকার সকল প্রকার সমস্যার সমাধান ঘটবে।